Health

অ্যালোভেরার ৫টি ঔশোধি গুন ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাবহার।

অ্যালেওভেরার(Aloe Vera)  ঔষধি গুন ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাবহার

অ্যালোভেরা চিকিৎসা – ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় জনপ্রিয় ভেষজ উপাদান যা হাজার বছর ধরে ঔশোধি উদ্ভিদ নামে পরিচিত। চিকন  মাংশল পাতাগুলি স্কাল্ডস (Scalds) এবং পোড়া ক্ষত নিরাময়ে দ্রুত এবং সহজ চিকিৎসা হতে পারে। অ্যালোভেরা আসলে একটি চিকন ,ছোট উদ্ভিদ যা তার পাতায় পানি সঞ্চয় করে রাখে।এটি চামড়ার রোগ ব্যাধি নিরাময়ে ব্যাবহৃত হয়ে থাকে।

১. এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান।

সু – স্বাস্থের জন্য প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যালোভেরার জেল (gel) এ থাকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পরিমাণে অনেক।

অ্যালোভেরা ব্যাক্টেরিয়া নাশক হিসাবেও কাজ করে থাকে বিশেষ করে যেসকল ব্যাক্টেরিয়া মানবদেহে ইনফেকশন সৃষ্টি করে থাকে। যেহেতু অ্যালোভেরা তে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক উপাদান তাই এটা আমাদের ঘা সারাতেও কাজ করে থাকে।

২. ঘা সারতে সাহায্য করে।

বেশিরভাগ সময় অ্যালোভেরা এর তরল অংশ বা জেল স্কিন বা ত্বক উপরের অংশে লাগিয়ে চিকিৎসা করা হয় সানবার্ন,ঘা,চুলকানি বিভিন্ন ক্ষেত্রে।

ইউনাইটেড স্টেটস ফার্মাকোপি এর মতে অ্যালোভেরা ত্বক ভালো রাখার জন্য ব্যাবহার করা হতো ১৮১০ এর দিলে।প্রথম ও দ্বিতীয় মাত্রার পোড়ার ক্ষত সারাতে সক্ষম এই অ্যালোভেরা।

একটি গবেষণায় দেখা গিয়েছে অ্যালোভেরা ঘা সারানোর সময়কাল ৯ দিন কমিয়ে দিতে পারে অন্য মেডিসিন এর তুলনায়। এছাড়া চুলকানি,ইনফেকশন, রেডনেস থেকেও রক্ষা করে।

৩) রক্তের সুগার এর মাত্রা কমাতে সাহায্য করে।

অনেকে অ্যালোভেরা কে ডায়াবেটিস সারানোর জন্যেও ব্যাবহার করে থেকে কারণ এটি ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় এবং রক্তের সুগার management উন্নত করে।

যদিও তার তেমন ভালো না সে জন্য বিজ্ঞানীগণ এটা এখন Recommend করেন না ডায়াবেটিস এর জন্য।

) এটি দাতের প্লাক কমিয়ে দেয়।

মুখের ভিতর দাতের প্লাক সৃষ্টি কারি ব্যাক্টেরয়া দের মেরে ফেলতে সক্ষম অ্যালোভেরা।দাতের সমস্যার ভিতর বেশিরভাগ সমস্যার সৃষ্টি হয় প্লাক এর বৃদ্ধির ফলে আর প্লাক এর বদ্ধি রোধে অ্যালোভেরা বেশ উপকারী।

৫) ত্বক উন্নত করে।

অনেক প্রমান রয়েছে যে অ্যালোভেরা ত্বক উন্নত করে এবং ত্বক বৃদ্ধ হওয়া রোধ করে।

একটি গবেষণায় দেখা গিয়েছে ৪৫ বছর ঊর্ধ্ব ৩০ জন মহিলা যারা অ্যালোভেরা জেল ব্যাবহার করে তাদের ত্বক ইলাস্টিসিটি ও collagen production বেড়ে গিয়েছে অনেক অংশেই।

 

সাইড ইফেক্ট:

অ্যালোভেরা অনেক অংশেই safe এবং তেমন কোনো ক্ষতি করেনা তবে কিছু সাইড ইফেক্ট রয়েছে।

যেমন মুখে ব্যাবহার সময় পেতে অ্যালোভেরা গেলে ডায়েরিয়া,পেটফাঁপা এবং নানান সমস্যা হতে পারে।

১৫ টি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে কালোজিরা

যেভাবে ব্যাবহার করতে হয়

অ্যালোভেরা জেল: পোড়া ক্ষত এর জন্য দিনে কয়েকবার লাগাতে হবে। ডায়াবেটিস এর জন্য দিনে ১ চা – চামচ আর অন্য ত্বকের সমস্যার জন্য দিনে দুইবার ২ চা – চামচ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button