Health

অ্যালোভেরা জেল এর ব্যবহার কেন? কিভাবে?।অ্যালোভেরা জেল এর সকল ব্যাবহার।

অ্যালোভেরা

অ্যালোভেরা জেল এর সকল ব্যাবহার

অ্যালোভেরা জেল এর ব্যবহার:অ্যালোভেরা শতাব্দী শতাব্দী ধরেই চিকিৎসা ক্ষেত্রে ব্যাবহার হয়ে আসছে। এটি সাধারণত শুষ্ক স্থানে জন্মে।অ্যালোভেরা শরবত, ওষুধি কাজ, স্কিনের যত্নসহ নানান কাজে ব্যাবহৃত করা হয়।

 

অ্যালোভেরা  জেল এর উপকার:

 

 

অ্যালোভেরা তার ঔষধি গুনাগুন এর জন্য দারুন ভাবে পরিচিত। অ্যালোভেরা ত্বক ও চুলের জন্য বেশ উপকার করে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির ক্রিমের বেশিরভাগ ক্ষেত্রে তার মুল উপাদান অ্যালোভেরা।এটি প্রাকৃতিক জেল হিসেবে কাজ করে। এটি ত্বকের শুষ্কতা দূর ও চুলের খুশকি দূর করতে বেশ কাজ করে।এটি আপনার ত্বকের ভালো যত্ন নিবে ও প্রশান্তি মুলক কাজ করবে। চুলের শুষ্কতা ও খুশকি দুরেও এর গুরুত্ব অপরিসীম।

 

 অ্যালোভেরা জেল এর ব্যবহার নিয়ম :

 

→ শুষ্ক ত্বক দূর করা :

আপনার ত্বক কি শুষ্ক? অ্যালোভেরার পুষ্টি দিয়ে তা নিরাময় করুন। অ্যালোভেরার জেল তৈরি করে আপনার ত্বকে ব্যাবহার করুন। জেল তৈরি করতে আপনার ত্বকে মেসেজ করুন।

→ পা ফাটা রোধ:

আপনার পা ফাটলমুক্ত রাখার জন অ্যালোভেরা হচ্ছে একটি সহজ প্রতিকার। অ্যালোভেরা আপনার ত্বকের আগের কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ফাটল দূর করার জন্য আপনার অ্যালোভেরা জেল ভালো ভাবে জেল প্রয়োগ করুন ও না শোষণ করা পর্যন্ত মেসেজ করতে থাকুন।

 

→ শুষ্ক চুল :

শুধু শুষ্ক ত্বক নয়, আপনার শুষ্ক চুলের জন্য ও অ্যালোভেরা বেশ উপকারী। এটিতে প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে যা আপনার ত্বককে মেরামত করতে সাহায্য করে। শুষ্ক চুলে অ্যালোভেরা জেল লাগান ও ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

→ খুশকি দূর করার জন্য :

খুশকি দূর করা র উপায় হলো অ্যালোভেরা জেল ব্যাবহার করা। অ্যালোভেরা মাথায় ব্যাবহার করার ফলে মাথার তেক ও চুল আদ্র করে তুলবে। খূশকি দূরের জন্য জেল ৩০ মিনিট এর জন্য লাগান তারপর ধুয়ে ফেলুন।

 

→ চুল পড়া বন্ধ করতে :

চুল পড়া রোধেও অ্যালোভেরা জেল বেশ কার্যকরী। এটি ভাংগন দূর করে ও চুলের শিকর মজবুত করে। তাই চুল পড়া বন্ধ করতে আপনি অ্যালোভেরা এর জেল ব্যাবহার করতে পারেন।

 

→ মৃত কোষ দূর করা :

এটি আপনার ত্বকের গর্তে ময়লা ও মৃত কোষ দূরের সাহায্য করবে। এছাড়াও বিভিন্ন প্রকা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে,যা পরবর্তীতে ব্রণ থেকে দুরে রাখতে সাহায্য করবে।

 

Read More: অ্যালোভেরার ৫টি ঔশোধি গুন ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাবহার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button