AndroidSpecial

কিভাবে হোস্টিং রিসেলার ব্যাবসা শুরু করবেন ২০২১। Step by Step সম্পূর্ণ গাইড

                   

হোস্টিং রিসেলার ব্যাবসা শুরু করার সম্পূর্ণ গাইড ২০২১।

দেশে এখন ওয়েবসাইট এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফেসবুক এ ঢুকলেই দেখা যায় নানান ধরনের ওয়েবসাইট থেকে শেয়ার করা পোস্ট যেমন নিউজপোর্টাল ওয়েবসাইট, ই – কমার্স ওয়েবসাইট।তো বাংলাদেশে দিন দিন ওয়েবসাইট এর পরিমাণ বেড়েই চলেছে তাই হোস্টিং রিসেল করে শুরু করতে পারেন আপনার নিজের ব্যাবসা।

হোস্টিং কি?

হোস্টিং হলো এমন এক প্রসেস যেখানে ওয়েবসাইট এমন একটা কম্পিউটার এ রাখা হয় যেটা ২৪×৭ ইন্টারনেট এর সাথে কানেক্ট থাকে এবং নির্দিষ্ট ডোমেইন নেম এ আশা ভিজিটর দের ওই ওয়েবসাইট টি শো করায়। আর এই সম্পূর্ণ প্রসেস করার জন্য ওয়েবসাইট সার্ভার এ হোস্ট করাতে হয়।

হোস্টিং রিসেলার কি?

হোস্টিং রিসেলার হলো আপনি একটা বড়ো হোস্টিং কোম্পানি থেকে একটা Reseller হোস্টিং প্যাকেজ কিনবেন আর সেই প্যাকেজ টা ভাগ ভাগ করে বেশি লাভ অন্য কাস্টমার দের কাছে সেল দিবেন।

কত টাকা লাগে হোস্টিং রিসেল ব্যাবসা শুরু করতে?

ব্যাবসা শুরুর কথা বলতেই অনেক ভাবে হয়তো অনেক টাকা ইনভেস্ট করা লাগবে কিন্তু না।আপনি চাইলে বছরে মাত্র ১০০০ টাকা দিয়েই শুরু করতে পারেন ব্যাবসার প্রথম ধাপ।

কোথা থেকে হোস্টিং কিনে রিসেল করবো?

সবচেয়ে কম দামে হোস্টিং যেখান থেকে পান আর সার্ভার আপটাইম যদি ভালো থাকে তাহলে শুরু করে দিন। বিদেশি কিছু হোস্টিং কোম্পানি আছে সেখান থেকে নিয়ে রিসেল করতে পারেন।

কিন্তু অনেকের আবার ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল পেমেন্ট করার উপায় নেই তাদের উচিত দেশী হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিয়ে রিসেল করা।

আরও পড়ুনঃ Free 10 GB SSD hosting.

হোস্টিং রিসেল এ লাভ কেমন হয়?

লাভ ডিপেন্ড করবে আপনি কত কমে কিনতে পারছেন আর করো বেশি তে বিক্রি করতে পারছেন। এখন বেশি দাম রাখলেও কিন্তু আপনি কাস্টমার হারাবেন।আপনি দেশী একটি হোস্টিং প্রোভাইডার এর কাছ থেকে ১০০০ টাকায় ২০ জিবি এসেসডি শেয়ার্ড হোস্টিং কিনতে পারছেন ১ বছরের জন্য ২০ টি সিপানেল সহ। তো আপনি ২ জিবি যদি ৫০০ টাকা করেও বিক্রি করতে পারেন তাহলে  ৫০০০ টাকা হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন হোস্টিং রিসেল করেও বড়ো অঙ্কের টাকা কামাতে পারবেন।

এখন হোস্টিং ব্যাবসা শুরু করার জন্য আপনাকে যা যা করতে হবে:

  • হোস্টিং কিনে নিন, সবচেয়ে কমদামে ভালো সার্ভিস যেখান থেকে পাবেন।
  • নিজে একটি high কোয়ালিটি ডোমেইন ও হোস্টিং নিন।
  • সেখানে নিজের WHMCS ইনস্টল করুন।(WHMCS এর জন্য লাইসেন্স লাগতে পারে কিনে নিন)
  • ফেসবুক ও বিভিন্ন জায়গায় অ্যাড করে নিজের হোস্টিং এর প্রমোশন করুন।
  • কাস্টমার দের ভালো সার্ভিস দিন।
  • আস্তে আস্তে নিজের ব্যাবসা বড়ো করুন।

 

নিজের হোস্টিং টি ভালো মনের কিনুন। কেননা আপনাকে ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজমেন্ট করতে হবে আর একটি হাই কোয়ালিটি ডোমেইন অনেকটা বিশ্বাস এর মত কাজ করবে। যদি মানসম্পন্ন ছাড়া ডোমেইন ব্যাবহার করেন অনেকেই প্রতারক ভেবে দূরে থাকবে।

এছাড়াও আপনার যদি  ব্যাবসা শুরু করার টাকা না থাকে তাহলে আপনি শুধু ডোমেইন হোস্টিং অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা উপার্জন করতে পারেন।

১৫ টি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে কালোজিরা

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button