Study

চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ (কমন উপযোগী)

প্রিয় পাঠক অসংখ্য ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের সাইটে ভিজিট করার জন্য। আপনি যদি ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ (কমন উপযোগী) তবে একদম সঠিক জায়গায় এসেছেন। গুরুত্বপূর্ণ চাকরীর পরিক্ষায় আসা বাক্য সংকোচন সহ আরও বেশ কিছু উপযুক্ত  পাঠ্য আমাদের সাইটের মাধ্যমে পেয়ে যেতে পারেন।

চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ

কোন বাক্যকে বা বাক্যাংশকে একটি শব্দে প্রকাশ করা অথবা রূপান্তর করাকে বাক্য সংকোচন বলে। এতে অর্থের কোন পরিবর্তন হয় না। মূলত বাক্যকে আরো মাধুর্যপূর্ন করার নিমিত্তে বাক্য সংকোচন করা হয়। এতে  বাক্যের মাধুর্য বৃদ্ধি পায়।  আজ আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরিতে আসা কিছু বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ নিয়ে আলোচনা করব।

১.বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ কি?
উত্তরঃ একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা।

২.’পাখির ডাক’, এক কথায় প্রকাশ-
উত্তরঃ কূজন

৩.’হাতির ডাক’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ বৃংহিত।

৪.অশ্বের ডাক এক কথায় প্রকাশ-
উত্তরঃ হ্রেষা।

৫.’গম্ভীর ধ্বনি’ এর বাক্য সংকোচন-
উত্তরঃ মন্দ্র।

৬. ময়ূরের ডাক এক কথায় প্রকাশ-
উত্তরঃ কেকা

৭. নাদ শব্দের অর্থ-
উত্তরঃ সিংহের ডাক।

৮. কোনটি রাজহাঁসের ডাক?
উত্তরঃ ক্রেঙ্কার।

৯.মকমক হলো-
উত্তরঃ ব্যাঙের ডাক।

১০. হ্রেষা ও গুঞ্জন এবং নাদ এই শব্দ গুলো একই শ্রেণিভুক্ত,কারণ প্রতিটিই-
উত্তরঃ প্রাণীর ডাক নির্দেশক।

১১. নুপুরের ধ্বনি-
উত্তরঃ নিক্বন।

১২. মেঘের ধ্বনি-
উত্তরঃ জীমূতেন্দ্র।

১৩. যা কোথাও উঁচু কোথাও নিচু-
উত্তরঃ বন্ধুর।

১৪. কষ্টে অতিক্রম করা যায় যা-
উত্তরঃ দুর্গম।

১৫. যা সহজে অতিক্রম করা যায় না-
উত্তরঃ দুরতিক্রম্য।

১৬. এক কথায় প্রকাশ- যা কষ্টে নিবারণ করা যায়-
উত্তরঃ দুর্নিবার।

১৭. এক কথায় প্রকাশ করুন- যা সহজে উত্তীর্ণ  হওয়া যায় না-
উত্তরঃ দুস্তর।

১৮. ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ অনুচ্চার্য।

১৯. ‘যা দেখা যায় না’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ ‘অক্ষির সমীপে’-
উত্তরঃ সমক্ষ।

২০. ‘চক্ষুর সম্মুখে সংগঠিত’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ চাক্ষুষ।

২১. ‘যার চক্ষু লজ্জা নাই’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ চশমখোর।

২২. ‘যার জ্যোতি বেশিক্ষিণ স্থায়ী হয় না’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ ক্ষণপ্রভা।

২৩. ‘যা স্থায়ী নয়’-
উত্তরঃ অস্থায়ী৷

২৪. ‘অপকার করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ অপচিকীর্ষা।

২৫. ‘অনুকরণ করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ অনুচিকীর্ষা।

২৬. এক কথায় প্রকাশ-‘লাভ করার ইচ্ছা’
উত্তরঃ লিপ্সা।

২৭. ‘যা বিনা যত্নে লাভ করা হয়েছে’-
উত্তরঃ অযত্নলব্ধ।

২৮.’যা বিনা যত্নে উৎপন্ন’-
উত্তরঃ অযত্নসম্ভূত।

২৯. ‘যা অনায়াসে লাভ করা যায়’-
উত্তরঃ অনায়াসলভ্য।

৩০.’দেখবার ইচ্ছা’-
উত্তরঃ দিদৃক্ষা।

প্রিয় পাঠক আপনি এই আর্টিকেলে পড়ছেন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ নিয়ে। আশাকরি আপনার ভালো লাগছে। আমরা বেশ কিছু ওয়েব রিসার্চ করে খুবই গুরুত্বপূর্ণ গুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম। চলুন বাকী অংশ পড়ে নেওয়া যাক।

আরো পড়ুন: লোডশেডিং অনুচ্ছেদ রচনা

৩১. পাওয়ার ইচ্ছা-
উত্তরঃ ঈপ্সা।

৩২. হরণ করার ইচ্ছা-
উত্তরঃ জিহীর্ষা।

৩৩.”যা চেটে খেতে হয়’ চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ-
উত্তরঃ লেহ্য।

৩৪.’বরণের যোগ্য যিনি’ –
উত্তরঃ বরেণ্য।

৩৫.একই গুরু শিষ্য-
উত্তরঃ সতীর্থ।

৩৬. ‘যা বলা হয়েছে’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ উক্ত।

৩৭. যা বলা হবে-
উত্তরঃ বক্তব্য।

৩৮. “যা বলা উচিত নয়” এক কথায় প্রকাশ-
উত্তরঃ বকথ্য।

৩৯.’যার অন্য কর্ম নেই’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ অনন্যকর্মা।

৪০.এক কথায় প্রকাশ-‘দিন ও রাতের সন্ধিক্ষণ’-
উত্তরঃ অপরাহ্ন

৪১. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’,এক কথায় প্রকাশ-
উত্তরঃ বনস্পতি।

৪২.’একই সময়ে বর্তমান’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ সমসাময়িক ।

৪৩.যে ব্যক্তি কেবল নিজের বিষয়ে চিন্তা করে-
উত্তরঃ আত্নকেন্দ্রীক।

৪৪.’যিনি ন্যায়শাস্ত্র জানেন’এক কথায় প্রকাশ-
উত্তরঃ নৈয়ায়িক।

৪৫. ‘যে প্রবীণ নয়’ তাকে এক কথায় বলে-
উত্তরঃ নবীন।

৪৬. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-
উত্তরঃ ইতিহাসবেত্তা।

৪৭. যিনি ব্যাকারণ রচনা করেন-
উত্তরঃ ব্যাকরণবিদ।

৪৮. যিনি ভালো ব্যাকরণ জানেন-
উত্তরঃ বৈয়াকরণ।

৪৯. ‘বাঘের চামড়া’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ কৃত্তি।

৫০. যে অনবরত কাঁদছে-
উত্তরঃ রোরুদ্যমান।

আরো পড়ুনঃ সরকারি ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে (সাথে ভালোমানের উপবৃত্তি সহ)

৫১. চক্রের প্রান্তভাগে-এক কথায় প্রকাশ-
উত্তরঃ চক্রসীমা।

৫২. একবার ফল পাকলে যে গাছ মরে যায়-
উত্তরঃ ওষধি।

৫৩.’যে ভবিষ্যত না ভেবেই কাজ করে-
উত্তরঃ অবিমৃষ্যকারী।

৫৪. দু’বার জন্মে যা-
উত্তরঃ দ্বিজ।

৫৫.’পঙ্কে জন্মে যা’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ পঙ্কজ।

৫৬.’যে নারীর পতি নেই,পুত্রও নেই’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ অবীরা।

৫৭. ‘পুরুষের কর্ণভূষণ’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ বীরবৌলি।

৫৮.যা ভবিষ্যতে ঘটবে-
উত্তরঃ ভবিতব্য।

৫৯. ‘সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না’ –
উত্তরঃ অসূর্যম্পশ্যা।

৬০. যে নারীর সন্তান বাঁচে না-
উত্তরঃ মৃতবৎসা।

৬১. ‘প্রোষিতভর্তৃকা’ শব্দের অর্থ-
উত্তরঃ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে।

৬২. ‘যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ প্রোষিতপত্নীক।

৬৩.যার স্ত্রী মারা গিয়েছে-
উত্তরঃ বিপত্নীক।

৬৪. ‘পরের অন্নে যে বেঁচে থাকে’-
উত্তরঃ পরান্নজীবী।

৬৫. যে স্ত্রীলোক প্রিয় কথা বলে-
উত্তরঃ প্রিয়ংবদা।

৬৬. পরকে প্রতিপালন করে যে-
উত্তরঃ পরভৃৎ।

৬৭. ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ সুস্মিতা।

৬৮. ইন্দ্রিয়কে জয় করেছে যে-
উত্তরঃ জিতেন্দ্রিয়।

৬৯. জয়ের জন্যে উৎসব-
উত্তরঃ জয়ন্তী।

৭০. জয় সূচনা করে এরূপ তিথি-
উত্তরঃ শুভ তিথি।

প্রিয় পাঠক চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ সম্পর্কিত এই আর্টিকেলে আপনি ইতিমধ্যে 70টি বাক্য সংকোচন পড়ে নিয়েছেন। এগুলো পড়া শেষ হলে কমন উপযোগী কিছু বিপরীত ও সমার্থক শব্দ নিয়ে আর্টিকেল লিঙ্ক দেওয়া থাকবে।

৭১. ‘ডায়মন্ড জুবলি’ বলতে বুঝায়-
উত্তরঃ ৬০ বছর।

৭২.সুবর্ণ জয়ন্তী বলতে কত বছর বুঝায়?
উত্তরঃ ৫০ বছর।

৭৩. ‘এক থেকে শুরু করে ক্রমাগত’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ একাদিক্রমে।

৭৪. প্রেক্ষিত- শব্দের অর্থ-
উত্তরঃ দর্শন করা হয়েছে এমন।

৭৫. ‘পশ্চারে জন্মেছে যে’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ অনুজ।

৭৬. ‘ জন্মহীন- মৃত্যুহীন ‘ এক কথায় প্রকাশ-
উত্তরঃ অজ।

৭৮. যার তুলনা নেই-
উত্তরঃ অতুলনীয়।

৭৯. যার কিছু নেই-
উত্তরঃ হৃতসর্বস্ব।

৮০. ‘পা ধুইবার জল’ এক কথায় প্রকাশ-
উত্তরঃ পাদ্য।

৮১. যা আঘাত পায়নি-
উত্তরঃ অনাহত।

৮২. যা সাধারণের মধ্যে দেখা যায় না-
উত্তরঃ অনন্যসাধারণ।

৮৩. কর্মে যাহার ক্লান্তি নাই-
উত্তরঃ অক্লান্তকর্মী।

৮৪. ‘পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার’-
উত্তরঃ জাতিস্মর।

৮৫.শুভক্ষণে জন্ম যার-
উত্তরঃ ক্ষণজন্মা।

৮৬. যাহা বপন করা হইয়াছে-
উত্তরঃ উপ্ত।

৮৭. শহীদ শব্দের অর্থ –
উত্তরঃ মৃত।

৮৮. সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন-
উত্তরঃ অসমীক্ষিত।

৮৯. ‘যা অবশ্যই ঘটবে’ এককথায় প্রকাশ-
উত্তরঃ অবশ্যম্ভাবী।

৯০. অশীতিপর শব্দের অর্থ-
উত্তরঃ আশি বছরের বেশি বয়সী ব্যক্তি।

৯১. কর্ম সম্পাদননে পরিশ্রক্লমী-
উত্তরঃ কর্মঠ।

৯২. নদী সিকস্তি কী?
উত্তরঃ নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ।

৯৩. শোনা যায় এমন-
উত্তরঃ শ্রুতিগ্রাহ্য।

৯৪. যে শুনেই মনে রাখতে পারে-
উত্তরঃ শ্রুতিধর।

৯৫. যিনি বক্তৃতা দানে পটু-
উত্তরঃ বাগ্মী।

৯৬. ‘উপস্থিত বুদ্ধি আছে যার’, এককথায় প্রকাশ-
উত্তরঃ প্রত্যুৎপন্নমতি

৯৭. যে লেখক অন্যের ভাব,ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায়-
উত্তরঃ কুম্ভিলক।

৯৮. ‘যে বহু বিষয় জানে’এককথায় প্রকাশ-
উত্তরঃ বহুদর্শী।

৯৯. যা পূর্বে কখনো হয় নি-
উত্তরঃ অদৃষ্টপূর্ব।

১০০.যিনি অধিক কথাবলেন না-
উত্তরঃ মিতভাষী।

আশাকরি আপনার অনুসন্ধান অনযায়ী চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ গুরুত্বপূর্ণ বেশ কিছু আমাদের সাইটের মাধ্যমে খুঁজে পেয়েছেন। শিক্ষামূলক পোষ্টের নিয়মিত আপডেট পেতে আমাদের সাইটে ভিজিট করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button